চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।
এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলুন উড়িয়ে ও শ্বেতকপোত অবমুক্ত করা হয়। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়।

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতিকে স্বাধীন একটি দেশ উপহার দেয়ার জন্য বঙ্গবন্ধু তার জীবনের শেষ পর্যন্ত লড়াই করে করে গেছেন। বঙ্গবন্ধু শিশুদের মতো উদার ছিলেন। সেকারণেই প্রতিবছর বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদিবস পালন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় মুল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এনএসআই’র উপপরিচালক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাজহারুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জজ কোর্টের সরকারি কৌশুলী অ্যাড. আবু তালেব বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।