অর্থ-বাণিজ্য ডেস্ক : জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়, ঝিনাইদহের যৌথ আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩
আজ বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই।
জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঝিনাইদহ জেলা শাখা, রাজীবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাদিয়া জেরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঝিনাইদহ সদর, অর্ণব কুমার পোদ্দার, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী ঝিনাইদহ, মোঃ আব্দুল বারিক, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, ঝিনাইদহ, নাজিম উদ্দিন জুলিয়াস, সাধারণ সম্পাদক, বিসিক শিল্প মালিক সমিতিসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় শিল্প উদ্যোক্তাবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ।
মেলায় আগত ক্রেতা সাধারণ ও দর্শনার্থীগণ মেলার ৪০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।
বিসিক উদ্যোক্তা মেলা প্রতিদিন বিকাল ৩ ঘটিকা হতে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।