বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পাঁচ মাদক মামলার আসামি সোহেল খান (৩৭) কে ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল খান বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত কাকন খাঁনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, গোপনে মাদক বেচাকেনার সংবাদ পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ৫টি মাদকের মামলা রয়েছে। আরও একটি মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।