তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধনী সভা অনুষ্ঠিত।
সোমবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মিঠুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি উদ্বোধনী বক্তব্যে রাখেন। সচেতন নাগরিক সমাজ উপজেলা সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মৃনাল কান্তি দাস, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানা পুলিশের ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
আরও ছিলেন নারী ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আশিদ্রোন ইউপির চেয়ারম্যান বরেন্দ্র দাস জহর। আরও উপস্থিত ছিলেন, কালাপুর ইউপির চেয়ারম্যান সহ উপজেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিক মহল।