আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে আদালতের নির্দেশে দাফনের ৫ মাস পর কবর থেকে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে। কিশোর ইয়াসিন আরাফাত পৌর শহরের নওহাটা এলাকার মুক্তিযোদ্ধা মন্টু মিয়ার নাতি ও কামরুজ্জামান টিক্কার ছেলে।
রবিবার (২১ মে) সকালে শহরের নওহাটা পৌর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমিনের উপস্থিতিতে সিআইডি টিম ওই কিশোরের লাশ উত্তোলন করে। পরে লাশের সুরতহাল সম্পন্ন করে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ ফরেনসিক অফিসে প্রেরণ করা হয়।
জানা গেছে, ইয়াসিনের ফুফাতো বোনের সাথে গত পাঁচ বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। হঠাৎ করে তার ফুফাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হলে গত ২৩ ডিসেম্বর ইয়াছিন আরাফাত নিজ বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল।
পরে মৃতের পরিবার ওই ফুফাতো বোনের বিরুদ্ধে আদালতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করলে দীর্ঘ ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।