সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে মেহেরপুর সদর থানার এএস আই শাহাজামাল (৩৭) ও কনস্টেবল অরুন কুমার (৩২) নামের দুই পুলিশ সদস্য আহত । আহত ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এএস আই শাহাজামাল ও কনস্টেবল অরুন কুমার মোটরসাইকেল যোগে মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে যাওয়ার পথে আমঝুপি ব্রীজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আশা একটি আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এএস আই শাহাজামাল ও কনস্টেবল অরুন কুমার সদস্য আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম আহত পুলিশের ২ সদস্যকে দেখতে মেহেরপুর-২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান।