বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া মিলছেনা করোনার টিকা। মোটা অংকের টাকার বিনিময়ে করোনার টিকা ও সার্টিফিকেট প্রদানের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতালে টিকাদানকারী স্বাস্থ্য কর্মকর্তারা যোগসাজসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। উপজেলার দুর-দূরান্ত থেকে আসাসাধারনমানুষকেজিম্মি করেহাতিয়েনিচ্ছে এসবটাকা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে নার্স ফারহানার মাধ্যমে দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে এসব কর্মকান্ড। তবে আনিত অভিযোগ অস্বীকার করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
জানা যায়, শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা নিতে আসালে বিভিন্ন অজুহাতে টিকা গ্রহনকারীদের হাসপাতালের নিচে নিছার আলী (সংগ্রাম) নামে হাসপাতালের একজন স্টাফের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। পরে সংগ্রামের সাথে টাকার চুক্তি সম্পন্ন হলে উপরে পাঠিয়ে দেওয়া হয় টিকা নেওয়ার জন্য।
বুধবার সকালে টিকা নিতে আসা মিন্টু জানান, আমি সকালে হাসপাতালে টিকা নিতে আসলে আমার কাছে ১ হাজার ৪শ’টাকা দাবি করে। টাকা না দিলে টিকা হবে না বলে জানিয়ে দেয়।
টিকা নিতে আসা অপর একজন আবু হুরাইরা জানান, আমি একমাস আগে হাসপাতালে আসি টিকা নিতে। কিন্তু আমার কাছে ১৪ হাজার টাকা দাবি করে। সে জন্য টিকা নিতে পারিনি। আজ আবার এসেছি টিকা নিতে। তারা বলেছেন টাকা না দিলে টিকা দেয়া সম্ভব নয়।
এ বিষয়ে নার্স ফারহানার কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী ছুটিতে থাকায় মোবাইল ফোনে টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি ছুটিতে আছি। এরকম কোন বিষয় আমার জানা নেই। অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।