সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মদ্রুতগতির মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ৮ম শ্রেনীতে পড়ুয়া শাওন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মে) সকাল ১০ টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে ও শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রনীর ছাত্র। একই সাথে শাওনের পিছনে চড়ে থাকা সৌরব নামের অপর স্কুল ছাত্র গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শোলামারী গ্রামের বাসিন্দা সেলিম রেজা।
পত্যক্ষদর্শীরা জানান, শোলমারী গ্রাম থেকে মেহেরপুরের দিকে মটরসাইকেল যোগে শাওন ও তার বন্ধু সৌরব যাচ্ছিল। তেরঘরিয়া বিলের নিকট পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা সেলোইঞ্জিন চালিত পাওয়ার টিলারে ধাক্কা মারলে ছিটকে পড়ে দুজন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের চিকিৎসক শাওনকে রাজশাহি রেফার্ড করে। পরে রাজশাহির যাওয়ার পথে পাবনায় তার মৃত্যু হয়। আহত সৌরব মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে।
আরও পড়ুন: