সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল হােসেন (২৬) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জনক রুবেল গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের গােরস্থানপাড়ার জেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রুবেল বুধবার সকালের দিকে চিৎলা গ্রামের একটি বাড়ির বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। অসাবধানবশত বিদ্যুতের তারে শরীর স্পর্শ করলে ,মারাত্বক ভাবে অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর শুনে পুলিশের একটিদল সেখানে পৌঁছেছে।