তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিশেষ অভিযানে ১৭০ লিটার চোলাই মদসহ মতিলাল রবিদাস (৩৫) ও অরুন রায় (৫৫) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে কুলাউড়া উপজেলাধীন কালিটি চা বাগানের ১২ নং লাইনের রামজনম রবিদাসের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তির ঘরে তল্লাশি করে ২টি প্লাস্টিকের ড্রাম থেকে মোট ১৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক এর সত্যতা নিশ্চিত করে বলেন, দেশীয় তৈরি চোলাই মদ সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার আসামিকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।