January 16, 2026 - 4:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশনরসিংদীতে কারখানার ফটকে অবস্থান করা চীনা নাগরিক অসুস্থ হয়ে হাসপাতালে

নরসিংদীতে কারখানার ফটকে অবস্থান করা চীনা নাগরিক অসুস্থ হয়ে হাসপাতালে

spot_img

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর একটি সুতা তৈরির কারখানায় চীনা অপারেটর নিহতের ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান করা স্বজনদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার রাত ৮টায় সদর উপজেলার শিলমান্দী এলাকার ফুজিয়ান ওনান টেক্সটাইল কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামের ওই কারখানার ফটকে অসুস্থ হয়ে পড়েন নিহত ব্যক্তির স্ত্রী ঝিং মেইলিং।

অসুস্থ হওয়ার পর কারখানাটির কর্মকর্তা ও ঝিং মেইলিংয়ের স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। বর্তমানে হাসপাতালটির নারী ওয়ার্ডে ভর্তি রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিং মেইলিং কারখানাটির নিহত অপারেটর লি রোং হোয়ার (৫৭) স্ত্রী।

গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আজ রাত ৮টা পর্যন্ত টানা ৫ দিন ধরে কারখানার ফটকের সামনে অবস্থান করছিলেন ঝিং। গত ৮০ ঘণ্টায় বিভিন্ন সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে লি রংইয়ানসহ চীন থেকে আসা চার স্বজন। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও নরসিংদী জেলা পুলিশের সদস্যরা তাঁদের নিরাপত্তা দিচ্ছিলেন।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) নওশাদ আলম বলেন, ‘পাঁচ দিন ধরে তাঁরা কখনো দুজন বা তিনজন কারখানা ফটকের সামনে অবস্থান করছিলেন। প্রচন্ড গরমে টানা অবস্থানের কারণে ঝিং নামের ওই নারী আজ রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন। আমরা তাঁকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিই। তাঁকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

জানতে চাইলে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বলেন, প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে থাকতে পারেন। তিনি শারীরিকভাবে দুর্বল। তাঁকে প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে। তিনি হাসপাতালের নারী ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

কর্তৃপক্ষের ভাষ্য, কারখানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৩ মে দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে লি রোং হোয়া বেল্ট মেশিনে কাজ করছিলেন। সে সময় মেশিনে ত্রুটি দেখা দিলে তিনি মেশিন বন্ধ না করে চালু অবস্থাতেই তা মেরামত করতে শুরু করেন। মেশিনের ওপর দাঁড়িয়ে মেরামত করার একপর্যায়ে লি রোং ভেতরে পড়ে যান। এতে কোমর বরাবর দ্বিখতি হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ৭ মে চীন থেকে আসেন তাঁর স্বজনেরা। তাঁরা পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে ১১ মে থেকে কারখানাটির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। প্রতিষ্ঠানটি ১ কোটি ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হলেও তাঁরা এতে সন্তুষ্ট নন। নিহত ব্যক্তির লাশ ১২ দিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে।

কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের খরচে ৭ মে চীন থেকে নিহত ব্যক্তির স্বজনদের আনা হয়। এর চার দিন পর তাঁরা পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক ১ কোটি ৪০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। চীনের শ্রম আইন অনুযায়ী দুর্ঘটনা ঘটলে বিভিন্ন বিষয় বিবেচনায় সর্বোচ্চ যে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে, এর চেয়ে বেশি দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তাঁরা পাঁচ দিন ধরে ফটকের সামনে অবস্থান করছেন। বর্তমানে কারখানা ফটকের সামনে অবস্থান করছেন নিহত ব্যক্তির স্ত্রী ও ছেলে। চীন থেকে তাঁদের সঙ্গে আসা আইনজীবীসহ আরও দুজন এখন ঢাকায় আছেন চীনা দূতাবাসের কর্মকর্তা ও কারখানা মালিকের সঙ্গে আলোচনার জন্য।

জানতে চাইলে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারনুর রশিদ জানান, ‘চীন থেকে এসে পাঁচ দিন ধরে কারখানার ফটকের সামনে অবস্থান নেওয়া নিহত ব্যক্তির স্ত্রী অসুস্থ হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জেনেছি। টানা অবস্থান ও প্রচ গরমে দুর্বল হয়ে তিনি অসুস্থ হয়েছেন বলে চিকিৎসকেরা বলছেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...