শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সুস্বাদু আম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হিমসাগর, ল্যাংড়া, কালাপাহাড়, বেলখাস, ব্রুনাই কিং, রানীপছন্দ, গোলাপখাস, গোবিন্দভোগ, ব্যানানা ম্যাংগো, কাঁচামিঠা, রেডপালমার, আম্রপালি, গোপালভোগ, মিছরিদানা, গৌড়মতি, ছোটসাই, চিয়াংমাই, সূর্যডিম, বোম্বাই, ফজলি, গোলাপিধোপা, সীতাভোগ, বারি আম -১১, কিউজাই, হাঁড়িভাঙ্গা, মল্লিকা, চ্যাটা, কাটিমন, সুবর্ণরেখা, কিষাণভোগ, সিন্দুরকোটা, থাইল্যান্ড পাইথন, ম্যাটরাজতোতা,স্থানীয় জাতসহ মোট ৩৩ প্রজাতির আমের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৫ মে) সকাল ১০ টায় সাতক্ষীর কালেক্টরেট পার্কে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত খামার বাড়ির উপ-পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম, সদর উপজেলা নির্বহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সহিদুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক এসময় বলেন, সাতক্ষীরার আম একটি ব্যান্ড। যেহেতু সাতক্ষীরার আম দেশের অন্য যেকোন জেলা থেকে আগে ভাগে পাকে সে কারনে এখানকার আমের চাহিদাও রয়েছে দেশে এবং বিদেশে। তাই সাতক্ষীরার বিষমুক্ত আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশর বিভিন্ন জেলায় ও বিদেশে রপ্তানি করার লক্ষে সকলকে যার যার জায়গা থেকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে কৃষি বিভাগ ও চাষিদের সতর্ক থাকতে হবে আমের গুনগত মান ঠিক রাখার জন্য। তাহলে সাতক্ষীরার আমের যে সুনাম বিশ্ব জুড়ে তৈরি হয়েছে সেটি অক্ষুন্ন থাকবে।