তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর তৃতীয় শ্রেণির বেসামরিক কর্মচারী (টিএস) সুমন কুমার দাসের বাম পা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আহত সুমনকে দ্রুত হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৩ই মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
বিমান বাহিনী শমশেরনগর ইউনিট সূত্রের বরাত দিয়ে জানা যায়, ডিউটি শেষ করে কুলাউড়ায় নিজ বাড়িতে যাওয়ার জন্য সুমন কুমার দাস চলন্ত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় নিচে পড়ে যান। এসময় তার বাম পায়ের হাঁটুর উপরের অংশ কেটে দ্বিখণ্ডিত হয় এবং ডান পায়ের গোড়ালি আঘাতপ্রাপ্ত হয়। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তিনি দৌড়ে উঠতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটে সংবাদ পৌঁছালে বিমান বাহিনীর সদস্যরা নিয়ে যান এবং হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, এক পা দ্বিখণ্ডিত ও অন্য পায়ের গোড়ালিতে জখম হয়েছে।