১৩ মে, ২০২৩ ( শনিবার) ঢাকাঃ আই এফ আইসি ব্যাংকের কর্মীদের নবজাতক ও বিভিন্ন বয়সের শিশুদের সোনার কয়েন প্রদানের মধ্য দিয়ে সম্মাননা জানানো হয়েছে। শনিবার ঢাকা ক্যান্টমেন্ট-এ সেনামালঞ্চ-তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মধ্যদিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
সারাদিন ব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় পাঁচশতাধিক নবজাতক ও বিভিন্ন বয়সের শিশুদের পরিবারের কাছে গোল্ড কয়েন উপহার তুলে দেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান জনাব কে এ আর এম মোস্তফা কামাল ব্যাংকের কর্মীদের পরিবারের নতুন এ সদস্যদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক প্রতি বছর ব্যাংকের কর্মীদের মেধাবী সনÍানদের বৃত্তি প্রদান ও করে থাকে।


