মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ তীব্র গরমে মাঝরাতে চলছিলো লোডশেডিং। তবে গরমে নয় অনেকের ঘুম ভেঙ্গেছে হঠাৎ কাঁপুনিতে! কক্সবাজার ও আশেপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার অনুভূত হওয়া আকস্মিক ভূমিকম্প যার কারণ।
শুক্রবার (১২ মে) দিবাগত রাত ২ টা ৪৪ এর দিকে কক্সবাজারের টেকনাফ, উখিয়া সহ চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকা হঠাৎ ভূ কম্পনে কেঁপে উঠে।
ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভলকানো ডিসকভারি’র ওয়েবসাইটে যার উৎপত্তি স্থল দেখানো হয়েছে মিয়ানমারের চিন প্রদেশ ।
যেখানে ভারতের ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির বরাত দিয়ে প্রকাশিত বিবরণীতে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার থেকে ১১৩ কিলোমিটার পূর্বে, ভারতের মিজোরাম প্রদেশের সাইহা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে, চিন প্রদেশের হাখা শহরের ১২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
৬২ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া হালকা ভূমিকম্পটির ৪ বার কম্পন রেকর্ড করেছে সংস্থাটি। এদিকে ভূমিকম্পের প্রভাবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।