মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক জানান ঘূর্ণিঝড় মোখা সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় পায়রা বন্দর কতৃপক্ষ কাজ করবে। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এ বিষয় অবহিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১মে )সকালে পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে সর্বশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন।
বন্দর চেয়ারম্যান বলেন ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দূর্গম এলাকা বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষ কে আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ পৌঁছে দিতে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে বন্দরের নৌযান গুলো সার্বক্ষনিক ভাবে প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া দূর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা চালাতেও বন্দরের নৌযান, জনবল সহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
পায়রা বন্দরের সদস্য কমোডোর রাজিব ত্রিপুরা, সদস্য (হারবারো ও মেরিন) ক্যাপটেন জাহিদ হোসেন, পরিচালক (প্রশাসন) কাজি ফারুক, পায়রা বন্দরের সচিব সোহরাব হোসেন, উপপরিচালক (ট্রাফিক)আজিজুর রহমান সহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।