কর্পোরেট ডেস্ক: সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রাইম ব্যাংক সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান কার্যক্রমেরসহায়তায় জাগো ফাউন্ডেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কে কম্পিউটার প্রদান করেছে।
বুধবার (১০ মে) প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটারগুলোপ্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমানবিদ্যানন্দ ফাউন্ডেশন এর হেড অব কর্পোরেট কমিউনিকেশনসালমান খান ইয়াসিন ’এর কাছে এবংউপব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউর রহমানজাগো ফাউন্ডেশন এর ডেপুটি ম্যানেজার ফারাহ্ মাদিহা বিনতে জাকি’এর কাছেহস্তান্তর করেন।

এসময় ব্যাংকেরমানব সম্পদ বিভাগের প্রধান জিয়াউর রহমান এবং চীফ টেকনোলজি অফিসার এ ওয়াই এম মোস্তফা সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


