April 29, 2025 - 6:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমশৈলকুপায় দুস্থদের কর্মসৃজনের লাখ লাখ টাকা মেরে খাচ্ছে করা?

শৈলকুপায় দুস্থদের কর্মসৃজনের লাখ লাখ টাকা মেরে খাচ্ছে করা?

spot_img

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নে ইজিপিপি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে চেয়ারম্যান আওলাদ হোসেনের বিরুদ্ধে। শুধু ফুলহরি নয়, সারা উপজেলার একই চিত্র। প্রায় সব চেয়ারম্যান শ্রমিকদের সিমকার্ড পকেটে পুরে শ্রমিকদের টাকা তুলে নেওয়া ধান্দা করছে। শৈলকুপার ইউএনও ও পিআইও অফিস এ সব দেখেও না দেখার ভান করছে।

তথ্যমতে, শৈলকুপার প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শ্রমিকদের এই টাকায় ভাগ বসায়। যে কারণে তিনি কঠোর ব্যবস্থা গ্রহন করেন না। গত ১৪ এপ্রিল থেকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ ইউনিয়নে কাজ শুরু করতে পারেনি চেয়ারম্যানরা। কাজ না করা দিনগুলোর শ্রমিক হাজিরার টাকা সরকারী কোষাগারে ফেরৎ যায় কিনা সেটাই দেখার বিষয়। এদিকে প্রায় ১৫ দিন পর গত ২ মে ফুলহরি ইউনিয়নের চারটি স্থানে কাজ শুরু করা হয়েছে। প্রতিদিন ৪০০ টাকা হাজিরায় সপ্তাহে ৫ দিন কাজ করানোর কথা রয়েছে ১৫৬ জন শ্রমিকের। কিন্তু কাজ করছে মাত্র ৫০/৬০ জন শ্রমিক।

এদিকে কর্মসুজনের এই টাকা শ্রমিকের মোবাইলে চলে যাওয়ার কথা থাকলেও অধিকাংশ শ্রমিকের সিম কার্ড এখন চেয়ারম্যান আওলাদ হোসেনের কাছে রয়েছে বলে অভিযোগ করেছে শ্রমিকরা। ফুলহরি ইউনিয়নের গোবিন্দপুর, ফুলহরি সুব্রত শাহার বাড়ির পাশে, ভগবাননগরসহ ৪টি স্থানে কাজ করছে শ্রমিকরা।

সরেজমিনে ৩ টা স্থানে গিয়ে দেখা যায় কোথায় ২২ জন, কোথাও ২৫ আর কোথায় ২০ জন শ্রমিক কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন গত মঙ্গলবার (২ মে) সকাল থেকে কাজ শুরু হয়েছে। কয় দিন চলবে তা জানিনা। আমাদের সিম কার্ডটি চেয়ারম্যানের কাছে রয়েছে। ফুলহরি ও গোবিন্দপুর গ্রামের স্থানীয় অনেকের (নাম না প্রকাশের শর্ত) সাথে কথা বলে জানা যায়, ২ মে সকাল থেকে তাদের এখানে শ্রমিকরা মাটির কাজ করছে। এর আগে কাজ করেনি আজকেই প্রথম কাজ করছে। শৈলকুপা পিআইও অফিসের মাধ্যমে জানা যায় ইজিপিপি প্রকল্পে ফুলহরি ইউনিয়নে প্রতিদিন ৪০০ টাকা দরে ১৫৬ জন শ্রমিকের ৪০ দিন কাজ করার কথা যা গত ১৪ই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিলো কিন্তু অজানা কারণে ১৫ দিন পর আজকে এই ইউনিয়নে কাজ শুরু হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা যোগসাজসে এমন কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, সবাই যেভাবে কাজ করছে, আমিও তাই করছি। পিআইও অফিস যদি কিছু না বলে, না ধরে তবে আপনদের নিউজে তো যায় আসেনা। তিনি বলেন, শৈলকুপার সব চেয়ারম্যানরা বসে যাতে নিউজ না হয় সেই ব্যবস্থা করছি। এদিকে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, কাজ তো আগেই শুরু হওয়ার কথা। যদি না হয় তবে কাজের বিল পাবে না।

তিনি বলেন, কিছু এলাকা আমি পরিদর্শন করেছি। কোন অনিয়ম পেয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ মিলিয়ন...

বাংলাদেশে ব্যবসার লাইসেন্স পেলো ইলন মাস্কের স্টারলিংক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) এই লাইসেন্স অনুমোদন করেন তিনি।...

হজযাত্রীদের সেবায় অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম...

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...

মেঘনা ব্যাংকের ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন উজমা চৌধুরী সভাপতিত্ব করেন। পর্ষদ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি...