চুয়াডাঙ্গা প্রতিনিধি: কারাভোগ শেষে নাসির শেখ (৪৫) নামে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মনপাড়া গ্রামের ছাত্তার আলির ছেলে।
চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে নাসির শেখকে মেহেরপুর মুজিবনগর থানা পুলিশ আটক করে আদালতে পাঠালে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। মেহেরপুর জেলা কারাগারে কারাভোগে শেষে নাসির শেখের সাজার মেয়াদ শেষ হওয়ায় শনিবার চুয়াডাঙ্গার দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল ও গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে এর নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে মুক্তি দিয়ে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার উপপরিদর্শক টিপু সুলতান, ভারতীয় গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার নগেন্দ্র, কৃষ্ণগঞ্জ থানার উপপরিদর্শক উত্তম কুমার, কাস্টমস ইনচার্জ অজয় নারায়নসহ নাসির শেখের পরিবারের লোকজন।