জাকির হোসেন আজাদী: মগবাজারে গোমতি আয়শা ভিলার আয়শা খাতুনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়শা খাতুন গত ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সোমবার (১ মে ২০২৩) বাদ মাগরিব গোমতি আয়শা ভিলায় এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ফ্লাট মালিক সমিতির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন গাজীর সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা।
এ সময় উপস্থিত ছিলেন মালিক সমিতির সম্মানিক ট্রেজারার পূবালী ব্যাংকের জিএম মো: হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ মামুন, নির্বাহী সদস্য বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি আতাউর রহমান, সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব শাহনেওয়াজ ভূইয়া প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মগবাজার ওয়ারেলেস চৌরাসস্থা জামে মসজিদের পেশ ইমান আলহাজ্ব মাওলানা মো: আবুল খায়ের। গোমতি আয়শা ভিলা এবং কনিকায় বসবাসরত ফ্লাটমালিক এবং ভাড়াটিয়াগণ উক্ত দোয়া মোনাজাতে শরিক হন। তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।