নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৯.৭৮ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যাল্ড ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ২৬ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪২ লাখ ১১ হাজার টাকা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১১.২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, জেমিনি সী ফুড, নাভানা ফার্মা, ন্যাশনাল টিউবস ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।