তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত বাবুল আহমেদ ওরফে বাবুল ডাকাত ওরফে ল্যাংড়া বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে অদ্য সোমবার (১লা মে) বিকেলে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামি বাবুল সিলেট ও মৌলভীবাজারে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামি। বাবুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ছিল। দীর্ঘদিন যাবত সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
গ্রেপ্তারকৃত বাবুল আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন কেছরীগুল গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ ইয়াদৌস হাসান জানান, ল্যাংড়া বাবুল ডাকাত গ্ৰেফতার এর বিষয়টি নিশ্চিত করেন এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।