বেনাপোল প্রতিনিধি : ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি- শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যের আলোকে যশোরের শার্শা ও বেনাপোলে মহান মে দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে সোমবার বেনাপোলে র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়। সকালে বেনাপোল বন্দর এলাকা থেকে কয়েক হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা শ্রমিক দিবসের র্যালি বাজার প্রদক্ষিন করে। এছাড়াও চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়ন, বাস- ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্যাক্সিচালক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে বেনাপোল ও বাগআঁচড়ায় শোক র্যালি, নিজ নিজ প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান পালন করেন।
বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজামান অহিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলফিক্কার আলী মন্টু, কামাল হোসেন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম জানে, আক্তারুজ্জামান আক্তার, রাজু আহম্মেদ, শাহ আলম, আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান ভাদু, যুবলীগ নেতা আহাদুজ্জামান বকুল প্রমুখ। র্যালি শেষে বেনাপোল বন্দর প্রশাসনিক ভবনের সামনে বক্তব্য রাখেন নেতারা। দুপুরে বেনাপোল শ্রমিক ইউনিয়ন অফিসে দোয়ার আয়োজন করে শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তব্যে নেতারা বলেন, শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে আমদানি-রপ্তানি পণ্য লোড-আনলোড করে থাকেন। তাদের মুজুরী বৃদ্ধির দাবির কথা জানানো হয়। টেন্ডারে শ্রমিক শোষন নয় প্রাপ্য ও ন্যায্য মুজুরী নিশ্চিতে শ্রম অধিদপ্তরের সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতারা। #