February 26, 2025 - 4:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতক্যাসিনোকাণ্ড: সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড

ক্যাসিনোকাণ্ড: সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড

spot_img

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে পৃথক দুই ধারায় কারাদণ্ডের পাশাপাশি সেলিম প্রধান ১১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। একইসঙ্গে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ এপ্রিল) ঢাকা বিশেষ জজ আদালত-৮-এর বিচারক বদরুল আলম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সেলিম প্রধান আদালতে উপস্থিত ছিলেন। সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মানিলন্ডারিং আইনে চার বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আর্জনের অভিযোগ দুদক আইনে চার বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের সেপ্টেম্বরে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই বছরের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

মামলায় সেলিম প্রধানের বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। পরে তদন্ত করে শেষ পর্যন্ত তার নামে মোট ৫৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।

২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত সেলিমের উপস্থিতিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, দুর্নীতির মাধ্যমে ও ক্যাসিনো খেলে সেলিম প্রধান মোট ৫৭ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ ৩৫ কোটি ৪১ লাখ ৯৭ হাজার টাকার। ক্যাসিনো খেলে অর্জিত ২১ কোটি ৯৯ লাখ টাকা তিনি পাচার করেছেন থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।

সেলিম প্রধান জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান। এ কোম্পানিতে তার ৪০ শতাংশ শেয়ার রয়েছে। ৬৯ হাজার শেয়ারের বিপরীতে এখানে বিনিয়োগ দেখানো হয়েছে ৬৯ লাখ টাকা। তবে সেলিম প্রধানের নামে শেয়ার মানি ডিপোজিট পাওয়া গেছে ২৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৬৫০ টাকা। এ টাকা তিনি অর্জন করেছেন অবৈধভাবে। প্রিন্টিং পেপার্স কোম্পানি ২০১০ সালে মুনাফা করে ২৯ লাখ ৩৩ হাজার ৮৫৩ টাকা। ২০১১ সালে মুনাফা করে ১ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৭২ টাকা। এখান থেকে ২০১১-১২ অর্থবছরে ৮ কোটি টাকা ঋণ নেন বলে সেলিম প্রধান তার ব্যক্তিগত আয়কর নথিতে উল্লেখ করেছেন। তবে এ কোম্পানি থেকে কীভাবে ঋণ গ্রহণ করেছেন এ সংক্রান্ত কোনো রেকর্ডপত্র নেই তার কাছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তাকে ওএসডি

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এরমধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক...

রায়পুরায় মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে...

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসলামী...

গণঅভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর মো. নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ...

৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

কর্পোরেট সংবাদ ডেস্ক: সরকারের ৯ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে সাতজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতির পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর...

শাহজাদপুরে পুলিশের ওপর গ্রামবাসীর ইটপাটকেল নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে...

চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় চুরি করতে গেলে চোরকে চিনে ফেলায় তাসলিমা বেগম রোজিকে (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। আদালতে দেওয়া...

সিংগাইরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৮

সাইফুল ইসলাম তানভীর: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. কাইয়ুম (৩০) নিহত হয়েছেন। এঘটনায় আরো ৮ জন আহত...