October 7, 2024 - 3:21 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতগৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে এক গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা জজ সাইফুল এলাইহীর আদালতে এই রায় ঘোষনা করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবি এডঃ সুলতানুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৯৫ সালের পেকুয়ার একটি চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় একজন নারী সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন চকরিয়া উপজেলার পেকুয়া থানার রুহুল আমিন একই এলাকার আব্দুল মালেক এবং তার স্ত্রী খালেদা বেগম।

১৯৯৫ সালে মধ্যরাতে তার স্বামী আব্দুল খালেকের অনুপস্থিতিতে তার ভাই আব্দুল মালেক ও তার স্ত্রী খালেদা আক্তার এবং রুহুল আমিন সহ ভিকটিম রোজিনা আক্তার কে গলা কেঁটে হত্যা করে। পরে এই হত্যার ঘটনায় পেকুয়া থানায় মামলা হলে দীর্ঘদিন বিচারকার্য শেষে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ