January 22, 2025 - 12:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়অশ্রুভেজা রচনা: “আমি স্মার্ট ফোন হতে চাই”

অশ্রুভেজা রচনা: “আমি স্মার্ট ফোন হতে চাই”

spot_img

রাতে বাসায় ফিরে টিভি দেখছিলাম। আমার মিসেস আমার পাশে বসে বাচ্চাদের পরীক্ষার খাতা দেখছিল। বাচ্চারা স্কুলে কেমন লেখাপড়া করে, পরীক্ষায় কতটা উন্নতি-অবনতি হলো তা অভিভাবকদের জানার জন্য স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার খাতা বাসায় পাঠিয়ে দেন। বাচ্চার মা গভীর মনোযোগ দিয়ে সেই পরীক্ষার খাতা দেখছে। কিছুক্ষণ পর বিস্ময়দৃষ্টিতে দেখি তার দু-চোখ বেয়ে পানি পড়ছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হল, এমন করে কাঁদছো কেন? সে কাঁদতে কাঁদতে বলল, মেয়ের ক্লাস ওয়ানের পরীক্ষায় রচনা লিখতে দিয়েছে ‘আমার ইচ্ছা এমন যদি হতো”। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাতে কাঁদার কি হলো? সে উত্তর দিল, খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না তাই চোখ দু’টো জলে ভরে উঠল-বলেই সে খাতাটি আমার দিকে এগিয়ে দিল।

আমার খুব ইচ্ছা আমি স্মার্ট ফোন হবো। কারণ, আমার বাবা-মা স্মার্ট ফোনকে খুব ভালবাসে। কিন্তু আমায় ভালবাসে না। বাবা যেখানেই যায় স্মার্ট ফোনটি সঙ্গে নিয়ে যায়। কিন্তু আমাকে নিয়ে যায় না। রিং এলেই মা দৌঁড়ে গিয়ে স্মার্ট ফোনটি ধরে। আমি কান্না করলেও আমার কাছে আসে না।

বাবা অফিস থেকে বাসায় এসে সারাক্ষণ স্মার্ট ফোনে ফেসবুক দেখে। বন্ধুদের সাথে চ্যাট করে, কথা বলে, গল্প করে-কিন্তুু আমাকে কোনো গল্প শোনায় না। আমি বাবার ছোটবেলার গল্প শুনতে চাই, বাবার স্কুল জীবনের গল্প শুনতে চাই। কিন্তুু বাবা আমাকে কিছুই বলে না। আমার কথা শুনতেই চায় না। কত বলি বাবা আমাকে একটু কোলে নাও না। তুমি সারাদিন অফিসে থাক, আমি তোমার কোলে চড়তে পারি না। কিন্তু বাবা আমাকে কোলে নেয় না। স্মার্ট ফোন কোলে নিয়ে বাবা বসে থাকে।

আমি বাবার সাথে পুতুল খেলতে চাই, ঘোড়ায় চড়া খেলতে চাই, বাবার ঘাড়ে উঠতে চাই। বাবা আমার কথা শোনে না। সারাক্ষণ স্মার্ট ফোন নিয়ে খেলে। আমার সাথে খেলার সময়ই হয় না বাবার।

মাকে যখন বলি মা চলনা একটু চড়ুইভাতি খেলি, আমি তোমার কাছে রান্না শিখব। আমি নিজে রান্না করে তোমাকে আর বাবাকে খাওয়াব। মা আমার কথা শোনে না। রেগে গিয়ে বলে, দেখতে পারছ না, আমি স্মার্ট ফোনে তোর মামার সাথে চ্যাট করছি। তারপর এক সময় ঘুমিয়ে যাই। সকালে উঠে আবার বুয়ার সাথে স্কুলে যাই। মায়ের সাথে আর চড়ুইভাতি খেলা হয়না।

সন্ধ্যা বেলায় বাবা আসতে দেরি করলে মা স্মার্ট ফোনে বাবার সাথে কথা বলে, পাপ্পি দেয়, কিন্তু আমি কাছে গেলেই আমাকে ধমক দেয়, বলে যাও, গিয়ে পড়তে বসো, বড়দের কথা শুনতে হয় না।

বাবা প্রতিরাতে মাথার পাশে স্মার্ট ফোন নিয়ে ঘুমায় কিন্তু আমাকে কখনো জড়িয়ে ধরে ঘুমায় না। কত বলি বাবা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না। আমাকে একটু ঘুম পাড়ানি গল্প শোনাও না। কিন্তু বাবা আমার কথা শোনে না। বলে চোখ বুজে থাক ঘুম এসে যাবে। মাকে গিয়ে বলি, বাবা আমার কথা শোনে না তুমি আমাকে একটু ঘুম পাড়ানি মাসিপিসির গল্প বলে ঘুম পাড়িয়ে দাও না। কিন্তু মা-ও আমার কথা শোনে না। চেঁঁচিয়ে বলে, তোমার বাবা কি বলে তুমি শুনতে পাওনা। যাও গিয়ে শুয়ে পড়। তারপর আমি কাঁদতে কাঁদতে একাই ঘুমিয়ে পড়ি।

মা-বাবা কেউ রাতে তাদের স্মার্ট ফোনে চার্জ না দিয়ে ঘুমায় না,কিন্তু মাঝে মাঝে আমাকে খাবার দিতে ভুলে যায়। আমি কান্না করলে বলে, বুয়ার কাছে খেয়ে নাও। দেখছ না আমি ব্যস্ত আছি।

সকালে যখন স্কুলে যাই মাকে বলি, তুমি আমার টিফিন দিয়েছতো, বুয়া টিফিন দিতে ভুলে যায়। মা বলে আমি অফিসে যাব রেডি হচ্ছি, বিরক্ত করনা দেখে নাও। বাবাকে বলি, আমাকে একটু স্কুলে দিয়ে এসো না। আমি তোমার সাথে স্কুলে যেতে চাই। রোজ রোজ বুয়ার সাথে স্কুলে যেতে ভাল লাগে না। বাবা শুধু প্রতিদিন বলে ঠিক আছে আমি কালকে তোমাকে স্কুলে নিয়ে যাব। আমি শুধু কালকের আশায় থাকি। কিন্তু বাবা আমার কথা শোনে না। স্কুলে যাওয়ার সময় বাবাকে বলি ঠিক আছে বাবা আজকে তুমি আমাকে স্কুল থেকে নিয়ে এসো। তাহলে আমাকে আর আনতে গিয়ে বুয়া বকবে না। স্কুল থেকে ফেরার সময় বুয়াকে কত বলি, আমাকে আইসক্রিম কিনে দাও, আমড়া কিনে দাও, চিপ্স কিনে দাও কিন্তু বুয়া আমাকে কিছুই কিনে দেয় না।

ছুটির দিন আমি অনেক আশায় থাকি। আমাকে হয়ত কোথাও বেড়াতে নিয়ে যাবে। কিন্তু নেয় না। এখন আর বলি না। আগে অনেক দিন বলেছি, শিশু পার্ক, চিড়িয়াখানা, যাদুঘরে যাব। শুধু বলে আগামী শুক্রবার নিয়ে যাবে। কিন্তু শুক্রবার এলেই মা-বাবা সেই স্মার্ট ফোট নিয়েই পড়ে থাকে। না হয় দু’জনে মিলে বাইরে যায়। বলে অফিসের পার্টি আছে, সেখানে ছোটদের নেয়া যাবে না। আমার তখন খুব খারাপ লাগে। টিভি দেখতে ইচ্ছে করে না। জানালার পাশে দাঁড়িয়ে থাকি বাবা-মা কখন আসবে সেই অপেক্ষায়।

আমার বাবা-মা, দাদুভাই, ভাইয়া সবাই স্মার্ট ফোনকে খুব ভালবাসে। তাই আমি স্মার্ট ফোন হতে চাই। স্মার্ট ফোন হলে সবাই আমাকে ভালবাসবে, আদর করবে, কোলে নিবে, গল্প করবে, পাপ্পি দিবে, খেলবে, সব সময় আমাকে সাথে সাথে রাখবে। আমি সব সময় স্মার্ট ফোনের মত মা-বাবার সঙ্গেই থাকতে চাই।

রচনা পড়া শেষ। অনুভূতিহীন দৃষ্টিতে তাকাই স্ত্রীর দিকে। ও কাঁদছে। অশ্রুর ফোটা টপ্ টপ্ করে পড়ছে খাতার ওপর। ভিজে যাচ্ছে খাতাটি। হয়ত শিশু মনের করুণ আর্তনাদ নিষ্প্রাণ খাতাটিকেই বেদনাহত করেছে। আমি উঠে দাঁড়াতেই হাত থেকে পড়ে যায় স্মার্ট ফোনটি। পাশের রুমে মেয়েটি একা আছে। দরজা ঠেলে দেখি টেবিলের উপর দুই হাত, তার ওপর মাথা রেখে নিশ্চুপ হয়ে আছে মেয়েটি। আস্তে আস্তে ওর কাছে গিয়ে মাথায় হাত রাখতে চমকে উঠে ও। তৃষ্ণার্ত চাহনি দু’চোখ জুড়ে। আমার দুহাত ধরে চেয়ারের ওপর দাঁড়ায়। বাহু বাড়াতেই ঝাপিয়ে পড়ে কোলের ওপর। বুকে জড়িয়ে আছি কতক্ষণ খেয়াল নেই। সম্বিৎ ফিরে তখন, যখন অনুভব করি আমার ঘাড়ে হালকা গরম পানির ফোটায় পিঠটা ভিজে যাচ্ছে। কচি চোখের বেদনাশ্রুতে নিজেকে নতুন করে আবিস্কার করি। বুঝতে পারি, তথাকথিত তথ্য প্রযুক্তির মায়ায় ঔরসজাতকে তার প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়েছে। মনের অজান্তেই প্রতিজ্ঞা করি, আমার মেয়েকে আর স্মার্ট ফোন হতে দিব না, ওর মনের সকল চাহিদা আমি পূরণ করবো। মেয়েটা সত্যিকারের মানুষ হোক, আদর্শ মানুষ হয়ে আলোকিত করুক গোটা সমাজ।

লেখক: মোঃ মিজানুর রহমান এফসিএস, সম্পাদক, কর্পোরেট সংবাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

রোনালদোর রেকর্ডের ম্যাচে আল-নাসেরের জয়

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে চল্লিশের দোরগোড়ায় এসেও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে হলেন ম্যাচসেরাও। জাতীয় দল ও...

যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮ হাজার অভিবাসীকে চিহ্নিত করেছে ভারত সরকার, যাদের প্রত্যাবাসনের পরিকল্পনা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অধীনে চাপ কমাতে ভারত...

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস...

এসিআইয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে...

৩ কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভা আজ। কোম্পানি গুলো হলো:- মালেক স্পিনিং মিলস লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রানার অটোমোবাইলস পিএলসি। ঢাকা...

রোম থেকে আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইতালির রোম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা...

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মান সরকার

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস । মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে...

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘রিডিফাইনিং ফিউচার টুগেদার’ স্লোগানে অনুষ্ঠিত হলো দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের ‘পার্টনার্স সামিট-২০২৫’। দেশজুড়ে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি,...