মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে গোসলে নেমে হিমেল আহমেদ (২৪) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে।
হিমেল রবিবার (২২ এপ্রিল) তিন বন্ধুকে নিয়ে কক্সবাজার এসে হোটেল রিয়াদা এর ৫০৮ নাম্বার কক্ষে উঠেন। মঙ্গলবার বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে লাবনী বীচে গোসল করতে নামে হিমেল আহমেদ ও ইমরান। তারা গোসল করতে করতে ৪ টা ২৫ মিনিটের দিকে সাগরের স্রোতে ভেসে যায়। এসময় লাইফ গার্ড ও বীচকর্মীরা দ্রুত সময়ে ইমরানকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল পানিতে নিখোঁজ রয়েছে।
হিমেলকে উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে জানান বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুব।
এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে নেমে ছেলেকে বাঁচাতে গিয়ে লাশ হয়ে ফিরে আসেন শাহজাহান (৪০) নামের এক পর্যটক।
আরও পড়ুন:
নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু