শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে বৃষ্টি প্রার্থনা করে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহবানে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে স্থানীয় মুসুল্লীরা অংশ নেন।
বৃষ্টি প্রার্থনা করে অনুষ্ঠিত এই ইস্তিস্কার নামাজে ইমামতি করেন পরানদাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. মুফতি রবিউল ইসলাম ও খুতবা পাঠ করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মুফতি আমির হাসান নামাজে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা ২ শতাধিক মুসুল্লি ।
এ সময় মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকূল রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়।