কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌরসভার কক্ষ থেকে মো: এস্তাক (৫৫) নামে একজন গার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় মৃতদেহ উদ্ধার করে করা হয়। পরে ওই মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কক্সবাজার পৌরসভার সার্ভিস এসোসিয়েশন সূত্রে জানা যায়, মো: এস্তাক আজ সকাল সাড়ে ১১টার দিকে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। তারা মো: এস্তাকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
নিহতের স্বজনরা জানায়, মো: এস্তাক কক্সবাজার পৌরসভায় ২০০০ সালে হতে কর্মরত ছিলেন।