তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিনমজুর ব্যক্তির নাম উসমান গনি বলে জানা গেছে। রবিবার (১৬ এপ্রিল) দিনে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উসমান মিয়া ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।
বিষয়টি নিয়ে রবিবার রাতে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, দিনমজুর উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে যাননি।
রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় উসমান গনির লাশ স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে বলা যাচ্ছে উসমানকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশাপাশি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হত্যা না কি এবিষয়ে বিস্তারিত তথ্য রিপোর্ট আশার অপেক্ষা।