বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
রবিবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, যশোরের ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮), যশোর কোতোয়ালি থানার পালবাড়ি এলাকার আব্দুস সাত্তার এর ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই থানার রেলগেট এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে রাকিব হোসেন (২৩)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।