সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র্যাব ১২ অভিযানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে ভারায় চালিত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।
ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১২ এপ্রিল র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো গ্রেফতারকৃত আসামীঃ মোসাঃ আয়শা খাতুন (৪০)’ স্বামী- মোঃ মজলু, সাং-তলেগ্রাম, থানা-বোরুড়া, গ্রেফতারকৃত আসামীঃ মোসাঃ মুর্শেদা খাতুন (৪৫) স্বামী-কবির হোসেন, সাং-কলা বাগান, থানা-চৌদ্দগ্রাম, উভয় জেলা- কুমিল্লা।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।