বেনাপোল প্রতিনিধি : যশোর জেলা পুলিশের কল্যাণ সভায় জেলার ৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া। গত এক বছরে এ নিয়ে তিনি ৭ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
মঙ্গলবার বিকেলে যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এ সন্মাননা সনদ প্রদান করেন। সন্মাননা প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, ওসি কামাল হোসেন ভূঁইয়া ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে বেনাপোল পোর্টথানায় যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকান্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায়, জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।
সন্মাননা সনদ পেয়ে ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেলো। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি, সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেবো। থানায় এসে কোনো মানুষ যাতে বলতে না পারে পুলিশ খারাপ! পুলিশ হবে জনগণের বন্ধু, যশোর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার পোর্ট থানার সকল এসআই, এএসআই, কনস্টেবলসহ আমার সহকর্মী অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।