আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা ইনজয় আহম্মেদ (২৮)। ঘটনাটি ঘটেছে বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রানীনগর গ্রামে।
মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইনজয় আহম্মেদ রানীনগর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি অনার্স ক্লাসের ছাত্র ছিলেন।
খবর নিশ্চত করে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জানান, ইনজয় আমার সম্পর্কে ভাগ্নে। সম্ভবত প্রেম ঘটিত কারণে তিনি এমন আত্মঘাতি হয়েছেন।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবরটি আমি জানি না। খোজ নিয়ে জানাচ্ছি।