January 15, 2026 - 4:08 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশপাশে ফারাজ, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন ‘বঙ্গবাজারের ব্যবসায়ীরা’

পাশে ফারাজ, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন ‘বঙ্গবাজারের ব্যবসায়ীরা’

spot_img

চট্টগ্রাম প্রতিনিধি: রাজধানী বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে দ্বিতীয় ধাপে প্রায় ৫০ লাখ টাকার পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় ক্রয়ের মাধ্যমে ১ কোটি টাকার পণ্য সংগ্রহ করেছেন মানবিক রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। বঙ্গবাজার ট্রাজেডি সংঘটিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ছুঁটে গিয়ে এই তরুণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচী হাতে নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে গত বুধবার ৫০ লাখ টাকা দিয়ে পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় কেনার পর বৃহস্পতিবার আরও ৫০ লাখ টাকার পণ্য ক্রয় করেছেন। ফলে মোট ১ কোটি টাকার পরিত্যক্ত ও আংশিক ভালো পণ্য সংগ্রহ করেছেন তিনি।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৫ হাজারের বেশি দোকান। ছাইয়ে মিশে গেছে ঈদকে ঘিরে তোলা নতুন পোশাক। এতে ক্ষতি হয়েছে ২ হাজার কোটি টাকার। একেবারে পথে বসে গেছেন অনেক ব্যবসায়ী। এ অবস্থায় ফারাজের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এসব কাপড় চোপড় ওয়াশিং প্ল্যান্টের মাধ্যমে ধুঁয়ে মুছে পুনরায় প্যাকেটিং করে বিক্রয় উপযোগী করে তুলবেন বলে জানা গেছে। দেশের বিভিন্ন জায়গাসহ প্রবাসে থাকা লোকজন ও বাংলাদেশের আপামর জনসাধারণ ফারাজের ডাকে সাড়া দিচ্ছেন বলে টিমের এক মানবিক সদস্য জানান।

এ প্রসঙ্গে কথা হলে ফারাজ করিম চৌধুরী বলেন, ‘আমরা জানতে পেরেছি, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবারো দোকান করার ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদের মধ্যে যাদের একদম কিছুই নেই। তাঁদেরকে অন্ততপক্ষে জনপ্রতি ৫০ হাজার টাকার পণ্য দিলেও তাঁরা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে। অর্থ্যাৎ, ৫০ হাজার টাকার পণ্য যদি তিনি দেন, ১ লক্ষ টাকায় তা বিক্রি করতে পারবেন। এভাবে প্রায় কয়েকশো ব্যবসায়ীকে পুরোপুরি ব্যবসায়িকভাবে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা বঙ্গবাজার থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় সংগ্রহ করার পর বিভিন্ন ওয়াশিং প্ল্যান্ট খুঁজছেন। তবে পবিত্র রমজান মাসে রোজা রেখে তাঁর স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা ক্লান্ত হয়ে যাচ্ছেন। তাঁদের সকলের দৃঢ় মনোবল আছে যে, সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। তাই তাঁরা এই মানবিক কাজে ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছেন এবং দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন।’

ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে গোটা দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

কর্পোরেট সংবাদ ডেস্ক: নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বরের গেজেটের সীমানা অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে আর কোনো...

এস্কয়ার নিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সিরাজগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দখলে, কোটি টাকার সরকারি অবকাঠামো অচল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০১৮ সালে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্তমানে দখলে চলে যাওয়ায় সেখানে কোনো খেলা বা ক্রীড়া কার্যক্রম হচ্ছে না।...

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও...

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...