January 11, 2025 - 6:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসাতক্ষীরায় বাঁধার মুখে মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ

সাতক্ষীরায় বাঁধার মুখে মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে বিএনপির নেতার বাঁধার মুখে বন্ধ হয়ে গেছে মুজিববর্ষের ঘর নির্মাণের কাজ। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ইউনিয়নের বেরিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাজাহান আলী ধুলিহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি একই এলাকার ঈমান আলীর ছেলে।

ধুলিহর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ধুলিহর মৌজায় বেড়িবাড়ি এলাকার মৃত তারকনাথ ঘোষের ছেলে যতীন্দ্রনাথ ঘোষ ও ধীরেন্দ্রনাথ ঘোষের নামে ১০২৬ খতিয়ানের ১০১২৪ দাগে ১ একর ১ শতক জমি ছিল। তবে যুদ্ধ পরবর্তী সময়ে তারা ভারতে চলে যাওয়ায় এবং দেশে তাদের কোন ওয়ারেশ না থাকাতে ১৯৯২ সালে ওই জমি ১/১ খাস খতিয়ানে বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। সরকারের নামে রেকর্ড থাকলেও কোনপ্রকার ডিজিআর ব্যতিত ক্ষমতা বলে ওই জমি নিজের দখলে রাখেন শাহজাহান আলী।

পরবর্তীতে ওই জমিতে মুজিববর্ষের ঘর নির্মাণের উদ্যোগ নেন জেলা প্রশাসন। সেই মোতাবেক জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার উপস্থিতিতে ওই খাস খতিয়ানের জমির সীমানা নির্ধারন করা হয় এবং মুজিববর্ষের ঘর তৈরির জন্য সেখানে নির্মাণ সামগ্রী পাঠানো হয়।কিন্ত গত মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, মিস্ত্রী ও শ্রমিকদের নিয়ে মুজিববর্ষের ঘর নির্মাণ করতে গেলে বিএনপি নেতা শাহাজান আলীসহ তার পরিবারের সদস্যদের বাঁধার মুখে ঘর নির্মাণ না করে ফিরে আসতে বাধ্য হন।

অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরীর অসহযোগিতার কারনে মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি।এলাকাবাসী জানায়, বেতনা নদী খননের পর ধুলিহরের অর্ধশতাধিক পরিবার তাদের আবাসস্থল হারিয়েছে। তারা অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিবেন। ওই খাস খতিয়ানের জায়গাতে যেন আবাসস্থল হারানো পরিবারদের মাথাগোঁজার ঠাঁই করে দেয়া হয় সে কারনে সংশ্লিষ্ট মহলকে বিষয়টি জানানো হয়েছিলো। এবং তারা আশ্বাস্ত করেছিলো ওই খাস জমিতে যতোটা সম্ভব তাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ঘর নির্মাণ করে দেয়া হবে।

স্থানীয় ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে উপর মহলের নির্দেশনা অনুযায়ী খাস খতিয়ানের ওই জমিতে মুজিববর্ষের ঘর নির্মাণ করতে গেলে শাহাজাহান আলী ঘর নির্মাণ কাজে বাঁধা দেন। পরে শাহাজাহান আলীর পরিবারের সদস্যরা সরকারি কর্মকর্তা, মিস্ত্রী ও শ্রমিকদের সাথে আক্রমণমূলক আচরণ করতে থাকেন। সে সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কোন সহযোগিতা না পাওয়ায় ফিরে আসতে বাধ্য হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরীর নিকটে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আপনাকে পাঠিয়েছে কে? ইউএনও নাকি নায়েব? আমিতো বলেছি বিষয়টা আমি সমাধান করে দিবো। তাহলে সংশ্লিষ্ট মহল এতো বাড়াবাড়ি না করলেও পারতো জানিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাতে গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি বলেন, আপনাদের সাংবাদিকদের কোনকিছু করা লাগবে না। আমি যথেষ্ট। আমি বিষয়টা সমাধান করবো।

সাতক্ষীরা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক জানান, প্রথমিক ভাবে একটু ঝামেলা হয়েছিলো তবে সেটি সমাধান হয়ে গিয়েছে আগামীকাল শ্রমিক পাঠিয়ে কাজ করা হবে।এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, আমরা সরকারি নিয়ম নীতি মেনে কাজ করবো। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল থেকে কাজ শুরু করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব...

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির...

সিংগাইরে মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকট, কার্যক্রমে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। এতে দৈনন্দিন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে...

তাড়াশে ক্ষিরায় স্বপ্ন বুন‌ছে কৃষক

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়া‌শের কৃষকরা ক্ষিরা উৎপাদ‌নে জন্য গা‌ছের প‌রিচর্যায় ব্যস্ত সময় পার কর‌ছেন। তাড়া‌শের মা‌টি ও আবহাওয়া ক্ষিরা চা‌ষের উপ‌যোগী, তাই ব্যাপক...

গফরগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে আহতটাইলসমিস্ত্রি যুবক এসএম শাহাদাত হোসেন জয় (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর)...

কবরস্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার, পরিচয় নিয়ে ধোঁয়াশা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর...

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুহওয়া কামরুল ইসলাম (২০) জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের নজরুল ইসলামের...

দেওয়ানগঞ্জে লায়ন্স ক্লাব ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কর্পোরেট সংবাদ ডেস্ক : "সেবাই ব্রত" এই লক্ষ্যকে ধারণ করে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ এবং মরহুম দৌলত হোসেন চৌধুরী...