January 13, 2026 - 5:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়যথাযথভাবে বাস্তবায়ন হোক বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা

যথাযথভাবে বাস্তবায়ন হোক বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা

spot_img

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি যেন আমাদের দেশের ব্যবসায়ীদের নিয়মে পরিণত হয়েছে। রমজান আসলে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকগুণ দাম বৃদ্ধি করা হয় নিত্যপণ্যের। সরকারের পক্ষ থেকে দাম বৃদ্ধি প্রতিরোধ নানা রকম ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তার প্রয়োগ বা সুফল খুব একটা দেখা যায় না।

অন্যান্য বারের মতো এবারও ব্যবসায়ীরা পণ্য মজুদ করছে, দাম বাড়ানোর কৌশল নির্ণয় করছে; অন্যদিকে পণ্যের মজুদ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দেশের প্রতিটি বিভাগের বিভাগীয় কমিশনার, সকল জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন রমজানের বাজার মনিটরিং করার জন্য। যাতে করে কোনো অবস্থাতেই কোনো পণ্যের ঘাটতি দেখা না দেয় এবং দাম যেন থাকে স্থিতিশীল। ব্যতিক্রম হলে কর্মকর্তাদের প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

চিঠিতে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় পুরো বছরের মতো রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ভোক্তা সাধারণের কাছে ন্যায্যমূল্যে সরবরাহে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সহনীয় রাখার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরত্ব্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্য যাতে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রমজান মাসে ভেজালবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন। জেলা ও উপজেলায় বাজারে পণ্য সরবরাহ ও মজুদ অটুট রাখা, নির্বিঘ্নে পণ্য পরিবহন, অবৈধ মজুদ প্রতিরোধ এবং পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এর আগে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর টিসিবির মাধ্যমে শিগগিরই বিক্রি শুরু হবে। আমাদের ধারণা, রমজানে পণ্যের দাম তেমন বাড়বে না। কারণ মজুদসহ সব ধরনের প্রস্তুতি সরকারের আছে। প্রয়োজনের তুলনায় পণ্যের মজুদ অনেক বেশি।

বাজার মনিটরিংয়ের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য হলো, মনিটরিংয়ের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ও বাজার মনিটর করবে। কোনো ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে সুযোগ নিচ্ছে কি না, সে বিষয়টি নজরদারি করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

রমজান আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ রমজান শুরু হলে খুব একটা কার্যকর হতে দেখা যায় না। ব্যবসায়ীরা ঠিকই তাদের ইচ্ছেমত বাড়িয়ে দেন পণ্যের দাম, দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ, নাভিশ্বাস ওঠে জনজীবনে। বাংলাদেশের জনগণ সরকারের নির্দেশে সব সময় আশাবাদী হয়েই থাকেন। আবার আশাভঙ্গ হলেও খুব একটা ব্যথিত হন না। কারণ, বিষয়টা জনজীবনে অনেকটা গা সওয়া হয়ে গেছে। তারপরও এবারে বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন নিয়ে নতুন করে আশান্বিত হতে চান জনগণ। তারা চান, অন্তত এবার সরকারের পক্ষ থেকে নেয়া নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন হোক, নিত্যপ্রয়োজীয় ভোগ্য পণ্যের দাম দিয়ে স্বস্তিতে থাকুক দেশের আপামর জনসাধারণ।

আরও পড়ুন: ভুল আসামী আরমানের মুক্তি চেয়ে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-এর সমাপনী অনুষ্ঠান রবিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।...

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। মেলায় সদর...

‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেল নেক্সট বাংলাদেশ

কর্পোরেট ডেস্ক: আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে নেক্সট বাংলাদেশ, এবং এর গ্লোবাল শাখা নেক্সট শ্রীলঙ্কা ও নেক্সট মালয়েশিয়া। কর্মস্থলে...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পওয়া গেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায়...

কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক : ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার না করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া...

ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সংঘাত চায় না, তবে যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি...

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী

কর্পোরেট সংবাদ ডেস্ক : হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী...

বিডি ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস পিএলসি পর্ষদ সভা আগামী ১৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত...