গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে বিদেশি পিস্তলসহ মো: জাহিদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিভিন্ন স্থান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হলেন- কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে।
এসময় একই এলাকার লাবিব মোল্লার ছেলে আজিজ মোল্লা পালিয়ে যায়।
রোববার দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেজওয়ান আহম্মেদ।