October 9, 2024 - 6:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেলো পাখিভ্যান চালকের

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেলো পাখিভ্যান চালকের

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সিরাজুল ইসলাম নামের এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নবীননগর নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা।

নিহত সিরাজুল ইসলাম (৫৫) ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার শ্রীরামপুর গ্রামের মৃত কুরন জোয়ার্দ্দারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার সমসের আলীর ছেলে আব্দুল কুদ্দুস।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের পরিদর্শক হারুন অর রশিদ জানান, শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে ভুট্রা বোঝাই একটি পাখিভ্যান সরোজগঞ্জ হাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নবীননগার নামক স্থানে পৌছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনা স্থালেই মারা যায় পাখিভ্যানের চালক সিরাজুল ইসলাম। আহত হয় পাখিভ্যানের আরোহী আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হারুন অর রশিদ আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি আটক করে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।


এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ