নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজিদা আক্তার নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) রাতে লালবাগ বেড়িবাঁধে শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের তৃতীয় বছরের শিক্ষার্থী বলে জানা গেছে। সানজিদার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি।
লালবাগ থানা পুলিশ জানায়, নিহত সানজিদা ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন। লালবাগ বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনে পৌঁছালে দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এসময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সানজিদা।
খবর পেয়ে লালবাগ থানার এসআই আক্তার হোসেন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে সানজিদা আক্তারকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান চালক, হেলপার ও মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
এর আগে গত বছরের ১ এপ্রিল কুড়িল ফ্লাইওভারে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মাইশা মমতাজ মিম কাভার্ডভ্যান চাপায় মারা যান।