October 8, 2024 - 10:34 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

spot_img

স্পোর্টস ডেস্ক : টেস্টের বিবেচনায় না থাকায় এবারের আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। সেই লক্ষ্যে আজ শনিবার (১ এপ্রিল) চার্টার্ড ফ্লাইটে করে আইপিএল খেলতে দেশ ছাড়লেন কাটার মাস্টার।

এবার আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশি তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি লিটন দাস প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং ফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।

গতকাল (৩১ মার্চ) থেকে আইপিএলের ১৬তম আসরের খেলা শুরু হয়েছে। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের কারণে আইপিএলের শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটাররা। কিন্তু টেস্টের চুক্তিতে না থাকায় আইপিএল খেলতে আজই দেশ ছেড়েছেন কাটার মাস্টার ফিজ।

শনিবার (১ এপ্রিল) রাত ৮টায় অটল বিহারী বাজপাই একনা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। এ ম্যাচকে সামনে রেখে সকাল ৮টায় চার্টার্ড বিমানে করে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন ফিজ। ভারতে পৌঁছেই দলের সঙ্গে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই পেসার।

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাতেই ঢাকা ফিরেছেন মুস্তাফিজ। ঢাকায় রাত কাটিয়ে সকাল ৮টার বিমানে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন এই বাঁহাতি পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইপিএল যাত্রার কথা জানিয়ে মুস্তাফিজ লিখেছেন, ‘আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে তর সইছে না।’

গত বছরের ফেব্রুয়ারিতে নিলামে মুস্তাফিজকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। নিজের ভেরিফায়েড ফেসবুজ পেইজে একটি ছবি পোষ্ট করে মোস্তাফিজ লিখেছেন, আইপিএল ২০২৩-এর জন্য ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালস পরিবারে আমার যোগ দেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।

গত মৌসুমে দিল্লির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট। অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার। দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট। এমন অবস্থায় সুযোগ পেলে ফিজ কতটা জ্বলে উঠতে পারেন, তা-ই ভাবার বিষয়।

এদিকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের একাদশে ফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ দলটিতে বিদেশি পেসার হিসেবে তার সঙ্গী আনরিখ নরকিয়া নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন। তাই দিল্লির একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা প্রবল।

এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও অনিশ্চিত। তবে ধারণা করা হচ্ছে, মিরপুরে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ শেষ হলেই ভারতের বিমান ধরবেন তারা। এর আগে মুস্তাফিজের সঙ্গে একত্রে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল সাকিবের। তবে সাকিব-লিটনকে এখনও ছাড়পত্র দেয়নি বিসিবি।

আরও পড়ুন:

সাকিবের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ