বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় মসজিদের ৪তলা ছাদথেকে পড়ে সাংবাদিক আব্দুল হান্নানের বড়ভাই হাবিবুর রহমান (৩৭) মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ইফতারীর আগমুহুর্তে ঝিকরগাছা বাজারের বোডঘাট জামে মসজিদে।
সাংবাদিক আব্দুল হান্নান জানিয়েছেন, তার বড়ভাই আব্দুল হান্নান প্রতিদিনের ন্যায় বোডঘাট জামে মসজিদে এদিনও ইফতার করতে যান । মসজিদের চারতলার ছাদে ইফতার অনুষ্ঠান হয়। সেখান থেকে ইফতারের আগমুহুর্তে অসাবধনতাবশত মসজিদের সামনের দিকে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ রিপোর্ট লেখা পযন্ত নিহতের লাশ ঝিকরগাছা থানায় ছিল।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হাবিবুর রহমান অসাবধনতাবশত মসজিদের ছাদথেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।