মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার নিরিবিলি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে একজন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র্যাব-১৫
শুক্রবার (৩১ মার্চ আনুমানিক ৫ টা ৩০ মিনিটের সময় র্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পৌরসভার ০৩ নং ওয়ার্ডস্থ নিরিবিলি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রুস্তম আলী পাড়ার মৃত বাহাদুর মিয়ার পুত্র সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওসমান আলী খানকে (৪৩)আটক করে।
উল্লেখ্য যে, আটককৃত আসামী ওসমান আলী খানের বিরুদ্ধে চকরিয়া থানায় বিজ্ঞ আদালতের সি আর মামলা নং ৬০৮/২০২০(সদর) ধারা ৪২০ পেনাল কোড এর সাজা পরোয়ানা মুলতুবী রয়েছে।
আটককৃত আসামীকে উপরোক্ত মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।