মোঃ হাফিজ, গলাচিপা প্রতিনিধি : গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মোঃ এলাহি ডাক্তার (৪৫) কে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ রাত্র ১ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। মোঃ এলাহি ডাক্তার মোঃ মোজাফফর ডাক্তারের পুত্র।
পটুয়াখালী জেলার গলাচিপা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর নির্দেশক্রমে এস আই মোঃ মোক্তার হোসেন এর তৎপরতায় তাকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।