January 11, 2025 - 10:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশপাঁচলাইশ থানার সেই ওসি ও এসআই নিরুদ্দেশ, পুলিশ বলছে ছুটিতে!

পাঁচলাইশ থানার সেই ওসি ও এসআই নিরুদ্দেশ, পুলিশ বলছে ছুটিতে!

spot_img

চট্টগ্রাম প্রতিনিধি: নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের মামলায় শোকজের জবাব না দেওয়া পাঁচলাইশ থানার সেই ওসি ও এসআই নিরুদ্দেশ রয়েছেন। এক মাসের বেশি সময় ধরে ওসি ছাড়াই চলছে থানার কার্যক্রম, বলছে সিআইডি রিপোর্ট। এদিকে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছে বাদীপক্ষ।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালতে শুনানি চলাকালে মুনতাকিমের পক্ষের আইনজীবী এসব বিষয় বিচারকের নজরে আনেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাড. জিয়া হাবীব আহসান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের বর্ধিত ফি-বিরোধী বিক্ষোভ থেকে সৈয়দ মোহাম্মদ মুনতাকিন প্রকাশ মোস্তাকিমকে গ্রেপ্তার করে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। সেই মামলায় আসামিদের শোকজ করার পরেও তারা কোনো জবাব দেননি। সিআইডির তদন্ত রিপোর্ট সূত্রে জানতে পারি, পাঁচলাইশ মডেল থানার মতো একটি গুরুত্বপূর্ণ থানায় চারদিনের ছুটিতে গিয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন না ওসি। আদালতের আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।

তিনি বলেন, এদিকে মুনতাকিমের ছেঁড়া কাপড়-চোপড় জব্দ করা হয়নি। এছাড়া জেনারেল হাসপাতালে চিকিৎসা বালামসহ অন্য আলামত জব্দ করা হয়নি। এসব জব্দ করার জন্য আদালত বরাবর অনুরোধ জানিয়েছি। বিষয়গুলো পর্যালোচনা করে আদেশ দিবেন আদালত। এ বিষয়ে নিশ্চিত করেছেন আইনজীবী জিয়া হাবীব আহসান।

সিআইডি বিশেষ পুলিশ সুপার (চট্টগ্রাম জেলা ও মেট্রো) মু. শাহনেওয়াজ খালেদ আদালতের নির্দেশে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের মামলায় তদন্ত করেন। তদন্ত রিপোর্টে তিনি উল্লেখ করেন, ২২ ফেব্রুয়ারি মামলার বিবাদী পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন ও এসআই আব্দুল আজিজকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। গত ৬ মার্চ নোটিশের বিপরীতে ফিরতি বার্তা আসে।

এতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি থেকে ছুটিতে থাকা অবস্থায় অসুস্থতার কারণে ওসি মো. নাজিম উদ্দিন এখনো কর্মস্থলে আসেননি। অন্যদিকে এসআই আব্দুল আজিজ ২২ ফেব্রুয়ারি থেকে শারীরিকভাবে অসুস্থতার কারণে বিশ্রামে গিয়ে কর্মস্থলে গরহাজির আছেন।

যোগাযোগ করা হলে পাঁচলাইশ মডেল থানার ডিউটি অফিসার এসআই মুনিরা বলেন, অনেকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি ছুটিতে রয়েছেন।

এর আগে ১০ জানুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে কিডনি ডায়ালাইসিসের বর্ধিত ফি কমানোর দাবিতে মানববন্ধনের একপর্যায়ে ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। এসময় মোস্তাকিমকে আটক করে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকিয়ে মারধর করেন ওসি নাজিম। পরে থানায় নিয়ে তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন ও এসআই আব্দুল আজিজকে বিবাদী করে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে আদালতে মামলা দায়ের করেন মুনতাকিম।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ৬ শহিদের মৃতদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও...

‘খুলনার দ্বন্দ্বে’ কক্সবাজারে খুন হন কাউন্সিলর রব্বানী!

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী টিপু হত্যার ঘটনা...

ডিএসইর ওয়েবসাইট সাময়িক বন্ধ

পুঁজিবাজার ডেস্ক: বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করা হলে...

৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য দেশে ৪দিন গ্যাসের সংকট দেখা দেবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও...

ত্রিশালে মোটরসাইকেল-মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে হত্যা; রহস্য উদ্ঘাটন

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ত্রিশালে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধারের ৯ দিন পর ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেইসাথে এ...

ফেব্রুয়ারি মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলেও...

চরফ্যাশনে ইউসিবির কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ভোলা জেলার ৭টি উপজেলার প্রায় ১৭৫জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র ‘ভরসার নতুন...

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম

কর্পোরেট ডেস্ক: সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকায় গিয়াস উদ্দীন টাওয়ারে চালু হলো দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম। এর মাধ্যমে সিলেটে যাত্রা শুরু...