December 13, 2025 - 5:34 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

spot_img

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কোচিং থেকে ফিরে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে ৭ম শ্রেণির একছাত্রী। তার নাম অনি রায়। অভিযোগ উঠেছে স্কুলে আসা-যাওয়ার পথে একদল বখাটে তাকে উত্ত্যক্ত করে আসছিল।

সোমবার (২৭ মার্চ) রীতিমত মেয়েটিকে ধাওয়া দেয়। এতেই জীবনের প্রতি বিতৃষ্ণার সৃষ্টি হয় মেয়েটির। সে ঘরের দরজা আটকে গলায় ফাঁস দিয়ে চলে গেছে না ফেরার দেশে। তবে কিছু ক্লু রেখে গেছে, যা অপরাধীদের আইনের আওতায় আনতে আইন-প্রয়োগকারী সংস্থার খুব বেশি বেগ পেতে হবে না-এমনটিই বলছেন মেয়েটির পরিবারসহ স্থানীয়রা।

এর আগে গত ১৫ মার্চ একই উপজেলার সদর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মেয়ে কলেজছাত্রী সাদিয়ার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি। যেকারণে উপজেলাটিতে ইভটিজিং ও আত্মহত্যার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন মহল। সাদিয়া খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামের মেয়ে ও ঝিকরগাছা সরকারী শহীদ মশিয়ুর রহমান কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। যেকারণে বখাটেরা বেপরোয়া হয়ে উঠেছে।

এদিকে সোমবার সকালে উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী অনি রায় আত্মহত্যা করলো।

অনি রায়ের ভাই অর্ঘ্য রায় জানান, বিএম হাই স্কুলের কয়েকজন ছেলে আমার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার সকাল ৮টার দিকে কোচিংয়ে গিয়েছিল উল্লেখ করে অর্ঘ্য রায় বলেন-ফেরার পথে ওই বখাটেরা বোনকে উত্ত্যক্ত করেছিল। তাদের ধাওয়ায় বোন অনি বাড়ি ফিরে আত্মহত্যা করেছে। ঘটনার পর আশপাশে খোঁজখবর নিয়ে ধাওয়া করার বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।

তিনি বলেন, অনি স্কুল থেকে ফিরে তার এক বান্ধবীকে ফোন করে কিন্তু রিসিভ হয়নি। মোবাইল ফোনটি ক্লু উদঘাটনে কাজে লাগতে পারে। তিনি বলেন মায়ের চিৎকারে ঘরের দরজায়ে হাত দিয়ে বুঝতে পারি ভেতর থেকে ছিটকেনি দেয়া। পরে ভেন্টিলেটর দিয়ে উঁকি মেরে দেখতে পাই, বোন আমার ঝুলে রয়েছে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে বোনকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত বখাটেদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান অর্ঘ্য রায়।

ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, “ঘটনা শুনে বাসায় গিয়েছিলাম। কারা তাকে উত্ত্যক্ত করতো, বিষয়টি আমার জানা নেই। অনি রায় ছাত্রী হিসেবে ভালো, খেলাধুলাতেও ভালো ছিল। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। খোঁজখবর নিচ্ছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা বলছেন, বাড়ি ফিরে যে বান্ধবীকে ফোন করেছিল অনি, সেই নম্বরে যোগাযোগ করা হলে ক্লু বেরিয়ে আসবে। হতে পারে ওই বান্ধবী জানতো কারা উত্ত্যক্ত করতো। তাকে হয়তো ধাওয়া করার বিষয়টি বলতে চেয়েছিল অনি রায় কিন্তু রিসিভ না করায় হতাশা থেকে আত্মহত্যা করে বসেছে। অনি রায়ের মোবাইল ফোনটি পুলিশ ঘেটে দেখলে অপরাধীদের সহজে সনাক্ত করতে পারবে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, “বখাটেদের ধাওয়ায় স্কুলছাত্রী আত্মহত্যা করেছে এমন তথ্য আমার জানা নেই। তবে সকালে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ উদঘাটনে আমরা চেষ্টা করছি। জানতে পারলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে-বলেন ওসি।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...

তারাকান্দায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার গোয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত...

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা...

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা...

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...