বেনাপোল প্রতিনিধি: ভারতে দুই থেকে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া দুই শিশুসহ নয় বাংলাদেশি নারী।
রবিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন- সকিনা খাতুন, সোনিয়া খাতুন, শিউলী বেগম, পিংকি খাতুন, শিখা আক্তার, রেখা সুলতানা, তাসনিম সুলতানা, রেহেনা বেগম, সুরাইয়া আক্তার।
এদের বাড়ি যশোর, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার গ্রহন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।