বেনাপোল প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টার দিকে সীমান্তের কাশিপুরে বিজিবির মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রীয় সালাম জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: সেলিমুদ্দোজা। এ সময় বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সূধীজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৭ টায় শার্শা উপজেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম প্রমূখ।