Corporate Sangbad | Online Bangla NewsPaper
জাতীয়

দুবাইয়ে আরাভ খানকে আটকের তথ্য জানা নেই : আইজিপি

কর্পোরেট সংবাদ ডেস্ক : পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তবে আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আমরা তাদের (ইন্টারপোল) সঙ্গে যোগাযোগ করছি। এ সময় বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইন্টারপোল রবিউলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে বলে জানান তিনি।

ভারতীয় পাসপোর্ট থাকায় আরাভকে ফিরিয়ে আনতে সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি জানান, ‘আমরা এ বিষয়ে কাজ করছি।’

পুলিশের বিশেষ শাখার তৎকালীন পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ আরাভ ওরফে রবিউলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় আরাভ খানকে আটক করেছে দুবাই পুলিশ। সেদেশের পুলিশ তাকে সেফ হোমেও রেখেছে বলেও খবর প্রকাশিত হয়। এ কারণে আইজিপির কাছে এসব ব্যাপারে সাংবাদিকরা জানতে চান।

উল্লেখ্য, দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ স্বর্ণের দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন রবিউল ইসলাম ওরফে আরাভ খান। বহুবার নাম বদল করা এই আরাভ খান রাজধানীর বনানীতে পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলার আসামি। তবে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে রাখেন আরাভ খান। পরে সেখান থেকেই ভারতীয় পাসপোর্ট নিয়ে চলে যান দুবাইয়ে।

হত্যা মামলা থেকে বাঁচতে ভারতে পালিয়ে গিয়ে সেখানে বিয়ে করে আরাভ খান। পরে ভারতীয় পার্সপোট নিয়ে দুবাই যায়। সম্প্রতি আলোচনার ঝড় উঠলে, ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় উঠে আসে নাম।

আরো খবর »

গুণগত শিল্পায়নের পথে দেশ দ্রুত এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী

শনিবার থেকে চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটকবাহী বাস

মে মাসে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪৯ শতাংশ