আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিল ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) ভোর রাতে পৌরসভার আড়াইআনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দুর্জয় (২৩) ঘাসপত্তা গ্রামের সেলিম মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও পিকআপের চালক পটুয়াখালীর গলাচিপার হাবিবুর রহমানের ছেলে হারুন (৩২)।
নালিতাবাড়ীর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হালুয়াঘাট উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় ফেনসিডিল পাচার হচ্ছে। এরপর পৌরসভার আড়াইআনী বাজারে একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন পিকআপ ভ্যানটিকে আটক করা হয়। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৪৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পরিদর্শক আব্দুল লতিফ মিয়া।